মোঃ গোলাম রাব্বানী (রাজশাহী গোদাগাড়ি)
বর্তমানে আমাদের বাংলাদেশ প্রযুক্তির বিকাশের যে উন্নয়ন ঘটেছে তা অকল্পনীয়।প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে দুরালাপনীতে এসেছে অনেক পরির্বতন।নতুন নতুন আবিস্কার ও প্রযুক্তির ফলে যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে সহজ ও সুন্দরময়।
আগের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম টেলিফোন ব্যবস্থা। এক সময় ল্যন্ড ফোনই ছিল দুরালাপনীর একমাত্র মাধ্যম।বর্তমানে আমাদের এই উন্নয়নশীল দেশে এর আধুনিক মাধ্যম হচ্ছে মোবাইল ফোন বা মুঠোফোন।
মুঠোফোনের মাধ্যমে গ্রাহক অতি সহজে যোগাযোগ করতে পারেন।দিন দিন এর ব্যবহার ব্যপক হারে বেড়ে চলেছে।আমরা স্বাচ্ছন্দ্য পছন্দ করি এবং আরাম প্রিয়।তাই বাংলাদেশের মানুষ প্রতিটি ঘরে ঘরে মোবাইল ব্যবহারে বেশি আগ্রহী।
মোবাইল ব্যবহারের আরেকটি কারণ হলো:মোবাইল ফোনে রয়েছে ডাটাবেজের সুবিধা,গেমস,ভিডিও -অডিও,ক্যালকুলেটর,দিনপুন্জ্ঞি,ঘড়ি ইত্যাদি।তাছাড়া রয়েছে নিত্য নতুন সব অপশন যা টেলিফোনে সম্ভব নয়।
ফলে গ্রাহকরা মোবাইল ব্যবহারে বেশি আগ্রহী হয়ে পড়েছে। এই আধুনিক যুগে এই ফোনটি ইচ্ছে মত জায়গায় ব্যবহার করার সুবিধা রয়েছে।
সবচেয়ে বড় কথা গ্রাহককে কোন পরিশ্রম বা ভোগান্তির শিকার হতে হয় না।এছাড়া মোবাইল ফোনে বিনোদনের ব্যবস্থা রয়েছে।আমাদের কালের পরির্বতনে মানুষের রুচির পরিবর্তন হয়েছে।
অনেক সময় মোবাইল ছাড়া আমাদের নিজেকে প্রতিবন্ধী মনে হয়।বর্তমানে মোবাইল ফোন ছাড়া যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল।
কিন্তু বর্তমানে আমাদের যুবসমাজ অত্যাধুনিক মোবাইল ফোন ব্যবহার করে একেবারে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
এর ব্যবহার আমাদের মুল্যবান সময়, চরিত্র,মুল্যবোধ,মনুষত্য ইত্যাদি নষ্ট করছে।
তাই এর ব্যবহারে সকলের সচেতনতা অনেক জরুরি।
Leave a Reply