(কাজী কেয়া)
রাজধানীর ধানমন্ডিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত এক নারী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র দিয়ে ‘রোকসানা’ নামে কাজ নেয়া এই গৃহকর্মী শেফালী বেগম নামে পরিচিত, যিনি গৃহকর্মীর কাজের আড়ালে দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন অভিজাত এলাকায় চুরির সঙ্গে জড়িত।
ধানমন্ডির একটি বাসায় কাজ নেয়ার পর শেফালী মালিকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। ওই ঘটনায় বাসার মালিক থানায় একটি মামলা দায়ের করলে (ধানমন্ডি মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০১/২০২৫, ধারা-৩৮১ পেনাল কোড) পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) জানান, মামলার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী জানান, রোকসানা নামে তৈরি জাতীয় পরিচয়পত্রটি অন্য এক ব্যক্তির। যা সে একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তার ফটোকপি নিজের কাছে রাখতেন। বিভিন্ন বাসায় কাজের সময় সেই পরিচয়পত্রটি দিতেন।
অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার প্রকৃত নাম শেফালী। বুয়ার কাজের কথা বলে মানুষের বাসায় কাজ নিলেও টঙ্গীতে সে বিলাসী জীবনযাপন করে। টঙ্গীতে তার রয়েছে কোটি টাকার ব্যবসা। ‘স্বপ্নবিলাস’ নামের সমবায় সমিতি।
Leave a Reply