(কাজী কেয়া)
টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন, কৃত্রিম পাঁ ও নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকার শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, আমি কিছুদিন আগে মহাপরিচালকের দায়িত্ব নিয়েছি। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। কোথায় কি আছে, কি লাগবে তা পর্যবেক্ষণ করছি। টঙ্গীতে দেখলাম প্রতিবন্ধীরা ভালো প্রশিক্ষণ নিচ্ছে। দক্ষতার দিক থেকে প্রতিবন্ধীরা আমাদের চাইতেও দক্ষ। অন্ধ ব্যক্তিরাও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কম্পিউটার চালাচ্ছেন।
তারা ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। এই সব পণ্য সকল সরকারি দপ্তরে সরবরাহ করা যেতে পারে। এতে এই শিল্প একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। মূলত প্রতিবন্ধীরা সরকারি ভাতার পাশাপাশি তাদের পরিবার ও পরিজনের সহযোগিতায় চলবে। প্রতিবন্ধীদের ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার জন্য এ মন্ত্রণালয় কাজ করছে।
এ সময় শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রের উপ পরিচালক মো.ফখরুল আলম সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আব্দুল আলিম পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোঃ কামরুজ্জামান,
গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, ফেরদৌসী আক্তার, বেল প্রেসের ম্যানেজার রাবেয়া বেগম,সহকারী পরিচালক,
সেলিনা শারমিন, টঙ্গীর সমাজ সেবা অফিসার জোবায়ের আলী, খন্দকারিন পানি সম্পদ প্রশিক্ষক ডঃ সোহরাব হোসেন দৃষ্টি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রের সহকারী পরিচালক সেলিনা শারমিন , মোস্তফা ইফতিয়ার উদ্দিন পরিচালক সমির মল্লিক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণ শেষে বিনামূল্যে তিন জনকে কৃত্তিম পাঁ ও ২৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরীর নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
Leave a Reply