(কাজী কেয়া)
টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালা উদ্দিনের পরিচালনায় নিম্ন আয়ের মানুষের মাঝে কবর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বি,এনপি সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ সফি উদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির মোঃ বেনজির আহম্মেদ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ইউসুফ, সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুর জামান সুক্রুর, সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান মিরন,নুরী মোস্তফা খান,মোঃ আমিন,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সুবেল প্রধান প্রমুখ।
শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে থাকায় তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র ও কম্বল বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন
শীতে নিম্ন আয়ের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএনপি তাদের মানবিক দায়িত্ব পালন করছে।এদিকে, তারেক রহমানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “দেশের দুঃখী মানুষদের সহায়তায় বিএনপি সবসময় প্রস্তুত থাকবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এই কার্যক্রমটি দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের পাশে থাকবে বলে জানানো হয়েছে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে।
Leave a Reply