(নিজস্ব প্রতিবেদক)
বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এলাকায় জামথল গ্রামে দাওয়াত খেয়ে এসে দেখে জমি ও বাড়ির মালিক ডাবলু, ভুমি দস্যুদের হামলার সিকার হয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে।
বিবাদীগণ তার সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে দেশি অস্ত্র, হাতে লোহার রড দ্য প্রপাটি বিভিন্ন অস্ত্র নিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে সাহেদ আলী মোল্লা ও জুব্বাদ মোল্লার নেতৃত্বে অজ্ঞাত ২০-৩০ জন নিয়ে এসে ঘর ভেঙে গরু ছাগল টাকা পয়সা বসতভিটা দখলের করছেন বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে নিজের জমি ফেরত চাইতে গেলে ওই পরিবার কে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় যেকোনো সময় প্রাণহানীসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, মৃত রহিম মোল্লা, সারিয়াকান্দি উপজেলার জামথল গ্রামের বাসিন্দা, তার মৃত্যুর পর ওই বসতভিটাতে পরিবার বসবাস করে আসতেছে, জমির পরিমাণ ২১ একর ৮৬ , বাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ সাহেদ আলী মোল্লা ও জুব্বাদ মোল্লা বসত বাড়ি নিজের বলে দাবি করেন।
গত ২৩/১২/২০২৪ইং রোজ সোমবার বাদীগণ দাওয়াত খেতে যাওয়ায় বিবাদী সাহেদ আলী মোল্লার নেতৃত্বে বৃষ্টির জন্য এসে প্রথমে ২০ বিঘা জমির ভুট্টা ট্রাক্টর দিয়ে নষ্ট করে ফেলি তারপর ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায় এবং জোরপূর্বক ভাবে বাড়ির মহিলাদেরকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জমি দখল করে নেয়।
এই এলাকার গ্রাম্য ব্যক্তি বর্গরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুধু তাই নয় আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে জামথল ইউনিয়নের এলাকাবাসি বলে বারবার উদ্যোগ নিয়েও অসহযোগিতার কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। সাহেদ আলী মোল্লা ও জুব্বাদ মোল্লা অন্যায়ভাবে মৃত রহিম মোল্লার সন্তানদের উচ্ছেদে করছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply