মোঃ মুনসুর আলী (স্টাফ রিপোর্টারঃ)
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা।
দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য পাওনাদি আদায়ের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটের সৃষ্টি হলে বিকল্প সড়ক ব্যবহার করছেন অনেকে।
২৭ নভেম্বর বুধবার ভোর থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা।
এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি।
শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি।
গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গত সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
তবে ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।
এদিকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা ডিইপিজেডের মূল ফটকে অবস্থান নেওয়ায় অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
Leave a Reply