রাজশাহী অফিসঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড সাইরগাছা গ্রামে দীর্ঘ ৩৪ বছর পর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ও কমিটি গঠন, শামসুল ইসলাম খানের সহযোগিতায় আজ ২৬-১১-২০২৪ ইং তারিখে ৫১ সদস্য একটি মহল্লা কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য সদস্য বলেন আমাদের মাঝে এই মহল্লার বিএনপির অবিভাবক ও সুখ দুখের ভাগিদার হয়ে সব সময় কাছে থাকতেন, মোঃ সেরাজুল ইসলাম তিনি দীর্ঘদিন জাবত অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে আমরা তার জন্য দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এবং সদস্যরা আরো বলেন দীর্ঘ ৩৪ বছর পর আজ আবারও এক সাথে হতেপেরে আমাদেরকে খুব আনন্দিত মনে হচ্ছে আমরা কোন গ্রুপ বুঝিনা আমরা বুঝি বিএনপির আদস্য ও ভালোবাসা সভা শেষে সদস্যগন রেজুলেশন খাতায় নিজ নিজ নাম সাক্ষর করেন, সভা টি পরিচালনা করেন মোঃ জিয়ারুল ইসলাম, তারা জানান আমাদের এই মহল্লার বিএনপির অনেকে আমাদের ছেড়ে চলেগেছে পরোকালে তাদে জন্য এক মিনিট নিরবতা পালন করে সভা শেষ করেন।
Leave a Reply