বিনোদন ডেক্সঃ
গোলাম রব্বানী মানেই একের পর এক ভিন্ন মাত্রার প্রতিভা, সামাজিক অবক্ষয় রোধের প্রয়াস! প্রতিবারের ন্যায় এবারও নতুন চমক নিয়ে দেশবাসীর মুখোমুখি হলেন। সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও সচেতন মূলক এক ভিন্ন মাত্রার গল্প নির্মিত করলেন ” ইনভেস্টিগেশন টিম”
অপরাধ নির্মূল করা, অপরাধ থেকে মুক্ত থাকা বিষয়ভিত্তিক সুষ্ঠু প্রতিবেদনের মাধ্যমে সমাজকে সচেতন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তার এই পথ চলা। বাংলাদেশে এই প্রথম উদ্দীপিত প্রচেষ্টা, সমাজের ন্যায়,অন্যায় ও অপরাধ নিয়ে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে। দুর্বার সাহসিকতায় নির্মিত হচ্ছে এক্সক্লুসিভ ক্রাইম অনুষ্ঠান “অনুসন্ধানী টিম”।
অনুষ্ঠানটির প্রযোজক, গল্প ও প্রধান চরিত্রের অভিনেতা গোলাম রব্বানী এক প্রশ্নের জবাবে নিউজ টুয়েন্টিফোর বলেন।
গৌরবের এই হিরণ্ময় লগ্নে, আমরা বিন্দু থেকে বৃত্তের সন্ধানে, সত্য ঘটনা অবলম্বনে দেশের সর্বস্তরের শ্রেনী পেশার মানুষকে সচেতন করতে, ইনভেস্টিগেশন টিম (অনুসন্ধানী ) নামে অপরাধ মূলক ক্রাইম অনুষ্ঠান টি আপাতত অভিযোগ সময় টিভি,,, আইপি টিভির মাধ্যমে সম্প্রচার করে আসছি,, আমাদের প্রোগ্রাম টি অনেক জাতীয় টিভি চ্যানেল নেওয়ার জন্য বলছে। আমরা পরবর্তী মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিবো কোন চ্যানেলে প্রচার করা হবে,, বর্তমানে প্রতি শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার করা হচ্ছে । অন্যায় ও অপরাধী চক্রের ভীত কাঁপাতে, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে, একঝাঁক তরুণ তরুণীদের সমন্বয়ে দেখনু অনুসন্ধানী টিম।
Leave a Reply