মোঃ সোহেল রানা
আশুলিয়ায় টিফিন ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধি এবং ছুটির টাকা প্রদানসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মহাসড়কের উভয় লেন অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
এতে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করেও অবোধ তুলতে না প্রকাশ করেন শ্রমিকরা,
শ্রমিকরা জানান, টিফিন ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধি ও ছুটির টাকা সময়ের মধ্যে প্রদান করেন না কারখানা কর্তৃপক্ষ ।এ ছাড়াও কর্মকর্তারা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা মানসিক ও শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এসব সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় বাধ্য হয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করেছেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বুধবার ও প্রায় ৬ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা, এতে সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের বুঝিয়ে অবোধ তুলে দেন, শ্রমিকদের দাবি মালিক পক্ষকে এসব দাবি মেনে নিতে তাদের সঙ্গে সরাসরি এসে কথা বলতে হবে, তা না হলে তাদের অবোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply