(অভিযোগ সময় প্রতিবেদক)
দেশব্যাপী শুরু হওয়া দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে গৌরীপুরে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়কেন্দ্রের সামনে পাছারবাজারে আগুনের ঘটনা ঘটে বেলা ১১টার দিকে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৭-৮ দোকানের মালামাল পুড়ে যায়।
প্রথমে এলাকাবাসী ও নির্বাচনের ভোটকেন্দ্রে আসা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোটকেন্দ্রের সামনে দোকানপাটে আগুনের ঘটনায় ভোটাররা ছোটাছুটি করেন।
প্রত্যক্ষদর্শী পাছারবাজারের আরশেদুল হক জানান, ভোটারদের মধ্যে এখন কোনো ভয় বা শঙ্কা নেই। এটি ভোটকেন্দ্রের বাইরের ঘটনা এবং নির্বাচনসংক্রান্তও নয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাকিল আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোটকেন্দ্রের ভোটগ্রহণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার ৯৫টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ ও আনসার ভিডিপির ১৫ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৪ জন দায়িত্ব পালন করছেন।
Leave a Reply