(মোঃ মুনসুর আলী)
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়ার ছেলে সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া কে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন।ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭৬ ভোট পেয়ে পরাজিত প্রার্থী।বিএনপি নেতা বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া নির্বাচনে হেরে পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়ার পরিবার নিয়ে চালাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র।
গত ২৫ এপ্রিল আশুলিয়া থানার জামগড়া রেইন ফরেস্ট পার্ক এন্ড রিসোর্ট সুইমিংপুলে রনি ভূঁইয়া ও তার গ্যাং গোসল করতে যায়। সেখানে গোসল করতে গেলে সুইমিং পুলে গোসলরত পার্কের সকল দর্শানার্থীদের সুইমিংপুল থেকে জোর পূর্বক ভাবে উঠিয়ে দেয় তারা।তখন পার্কের দর্শানার্থীদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটার এক পর্যায়ে।
রনি ভূঁইয়া ফোন করে তাঁর গ্যাং এর লোক জন ডেকে নিয়ে আসে এসময় রনি ভূঁইয়ার ফোন পেয়ে একদল কিশোর রাম দা লোহার পাইপ রড লাঠি নিয়ে পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায়। হামলায় পার্কের দর্শানার্থী সহ দুই দলের বেশ কয়েকজন আহত হয়। এবং পার্কের কয়েক জন দর্শনার্থী ভয়ে পার্কের সামনে থেকে দৌড়ে পালিয়ে পার্কের পাশেই আরফান মার্কেট আজাদের ঝুটের গোডাউনে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।
সেই গোডাউনে গিয়ে রনি ভূঁইয়ার নেতৃত্বে একদল কিশোর গ্যাং সেখানে লুকিয়ে থাকা দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং আজাদের ঝুটের গোডাউনে ভাঙচুর চালায়।ঝুটের গোডাউনের মালিক আজাদ এর সাথে কথা বলে জানা যায়
যে রনি ভূঁইয়া হাতে দা নিয়ে তার গোডাউনের দিকে দৌড়ে আসে এবং তার পিছন পিছন ২৫ থেকে ৩০ জন কিশোর দা লাঠি নিয়ে এসে আমার গোডাউনে ভাঙচুর ও লুকিয়ে থাকা পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং আমার এক কর্মচারী কে ও মারধর করেন।
অথচ রনি ভূঁইয়া নিজেই পার্কের দর্শানার্থীদের উপর হামলা চালায় এবং দর্শানার্থীদের পিটিয়ে কুপিয়ে জখম করে।ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুত্র ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ার নামে মিথ্যা অভিযোগ করান আশুলিয়া থানায়।
এছাড়াও বকুল ভূঁইয়া ও তার ছেলের নামে রয়েছে অসংখ্য অভিযোগ এর আগেও RAB-4 এর হাতে পিস্তল নিয়ে গ্রেফতার হয়েছিলেন বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া।বেশ কিছু দিন জেলে থেকে জামিনে এসে আবারো শুরু করে নীরহ গরীব অসহায় মানুষের উপর অন্যায় অত্যাচার। বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়ার রয়েছে বিশাল কিশোর গ্যাং বাহিনী তারা টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে মারামারি জমি দখল গার্মেন্টসের ঝুট ব্যবসা দখল করে দেন রনি ভূঁইয়া।এছাড়াও রনি ভূঁইয়ার রয়েছে অস্ত্র ব্যবসা গোপন সংবাদের সূত্র ধরে জানা যায় যে রনি ভূঁইয়া আগামী উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগ্নেয়াস্ত্র বিক্রি করছেন।
এ সময় আশুলিয়া থানার উপপরিদর্শক এস আই অমিত চৌধুরী জানান ঘটনার সাথে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুত্র এবং ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ার কোন সম্পর্কিততা খোঁজে পাওয়া যায় নাই।
Leave a Reply