1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

টিকিট কালোবাজারির সাথে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ Time View

 

(নিজস্ব প্রতিবেদক)

 

রেলের টিকিট কালোবাজারির সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনটা জানিয়েছেন র‍্যাব মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল-মইন।

তিনি জানান, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সাইবার সেল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদারকি করছে র‍্যাব। আসন্ন ঈদে, এখন পর্যন্ত কোনো নাশকতা বা সহিংসতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন কমান্ডার মইন।

এদিকে ট্রেনে, ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে আজও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ আজ বেশি। এমনটাই জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

রেলস্টেশনের ম্যানেজার জানান, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। যাত্রীদের ট্রেনের ছাদে অথবা বাম্পারে চড়ে ভ্রমণ না করার অনুরোধ করেন তিনি। সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুরে থেকে ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। আজ বিভিন্ন গন্তব্যে মোট ৬৯টি ট্রেন ছেড়ে যাবে- এমনটা জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই