(নিজস্ব প্রতিবেদক)
রাজধানীর আশুলিয়ায় অবৈধ ফুটপাত দখল ও চাঁদাবাজির নিউজ সংগ্রহের সময় চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের হাতে হামলার স্বিকার হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম। এসময় ক্যামেরায় থাকা ইমামুল হাসান ও হামলার স্বীকার হয়। পরে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এলাকায় মাদক সেবন,মাদক ব্যবসা, চুরি ছিনতাই এর কাজেও লিপ্ত বলে জানায় স্থানীয়রা। হামলাকারী কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে বলে জানান আশুলিয়া থানা পুলিশ।
রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও কাচাবাজারের স্থাপনা। ফুটপাত দখল করে প্রতিটি দোকানীর কাছে থেকে প্রতিদিন নেয়া হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা। এমনকি মাসিক ভাবেও প্রতিটি দোকান থেকে ৩ থেকে ৫ হাজার টাকা তোলা হয় চাঁদা। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের নেতৃত্বে দোকানীদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতিদিন তোলা হয় এসব চাঁদার টাকা। তাদের নামে রয়েছে অস্ত্র ও মাদক সহ বেশ কয়েকটি মামলা। প্রতিটি ব্যাবসায়ীকে ভয়ভীতি প্রদর্শনের কারনে এ ব্যাপারে কথা বলতে সাহস পায় না কোনো ব্যাবসায়ী।
গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম ও ক্যামেরায় থাকা ইমামুল হাসান সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার অবৈধ ফুটপাত দখলে রাখা চাঁদাবাজ চিহ্নিত কিশোরগ্যাং সদস্যদের নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সকল ব্যাবসায়ীদের জিম্মী করে। পরে ঘটনা স্থলে নিউজ সংগ্রহকালে কিশোর গ্যাং প্রধান মুন্না সহ তার বাহিনীর সদস্যরা পরিকল্পিত ভাবে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক শাহীন আলম ও ক্যামেরায় থাকা ইমামুলের উপর হামলা চালায়।
এ পরে ঘটনা স্থল পরিদর্শন করেন আশুলিয়া থানা পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এ,এফ,এম সায়েদ জানান ক্যামেরায় ধারণকৃত ফুটেজ ও ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং এবং চাঁদাবাজদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। তাদের গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। সেই সাথে দ্রুত অবৈধ ভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply