1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন নিঃসন্তান ব‍্যাক্তির ভুয়া দুই মেয়ে ওয়ারিশ দেখিয়ে সার্টিফিকেট প্রদান করেছেন গোদাগাড়ী পৌর কাউন্সিলর ভূয়া ওয়ারিশদের সার্টিফিকেট দেখিয়ে ভূমি দুস্য কর্তৃক অন্যের জমি জবর দখল সারিয়াকান্দি থানা এলাকায় সস্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বন্ধ হবে কি? সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা বিজয় দিবসে সাভার-আরিচা মহাসড়কের ট্রাফিক নির্দেশনা। বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন দূর্গাপুরে দালালের পক্ষ নিয়ে সাংবাদিকের উপর ডাক্তারের হামলা সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত, হওয়ায় অত্র এলাকার মানুষ আতংকিত
শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন নিঃসন্তান ব‍্যাক্তির ভুয়া দুই মেয়ে ওয়ারিশ দেখিয়ে সার্টিফিকেট প্রদান করেছেন গোদাগাড়ী পৌর কাউন্সিলর ভূয়া ওয়ারিশদের সার্টিফিকেট দেখিয়ে ভূমি দুস্য কর্তৃক অন্যের জমি জবর দখল সারিয়াকান্দি থানা এলাকায় সস্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বন্ধ হবে কি? সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা বিজয় দিবসে সাভার-আরিচা মহাসড়কের ট্রাফিক নির্দেশনা। বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন দূর্গাপুরে দালালের পক্ষ নিয়ে সাংবাদিকের উপর ডাক্তারের হামলা সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত, হওয়ায় অত্র এলাকার মানুষ আতংকিত

দেশের স্বনামধন্য বিনোদন পার্ক হিসেবে বেশ পরিচিত আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘নন্দন পার্ক’।

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৭ Time View

গোলাম রব্বানী

 

 

দেশের স্বনামধন্য বিনোদন পার্ক হিসেবে বেশ পরিচিত আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘নন্দন পার্ক’। সবুজের শ্যামল ছায়ায় পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ফলে সব বয়সী বিনোদনপ্রেমীর পছন্দের শীর্ষে নন্দন পার্ক।

নাগরিক জীবনের কর্মব্যস্ততার ভীড়ে অল্প সময়ের অবসরে চিত্তবিনোদনের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে ২০০৩ সালে সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্ক (Nandan Park) গড়ে তোলা হয়। সবুজে ঢাকা প্রায় ৩৩ একর আয়তনের এই পার্কের রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড, ফাইভ-ডি মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং সুপরিসর কার পার্কিং সুবিধা।

নন্দন পার্কের আকর্ষণীয় রাইডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিপ রাইড, রক ক্লাইম্বিং, র‌্যাপলিং, চ্যালেঞ্জ কোর্স, রোলার কোস্টার, অবস্ট্যাকল কোর্স, ওয়াটার কোস্টার, ক্যাবল কার ইত্যাদি। আর ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে ওয়েভ পুল, স্যুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড, ওয়েভ রানার, ডুম স্লাইড, মাল্টি প্লে জোন এবং ওয়াটার ফল অ্যান্ড মিস্ট।

এছাড়া বছরের বিশেষ দিনগুলোতে (যেমন: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পহেলা বৈশাখ) নন্দন পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান/কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। নন্দন পার্কে করপোরেট অনুষ্ঠান, পিকনিক, সভা/সেমিনার আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
এ বিষয় পার্কের ম্যানাজার আশিক সাহেব বলেন, নন্দন পার্কে প্রবেশের জন্য বিভিন্ন রকম প্যাকেজ চালু আছে। টিকেটের মূল্য ৫০০ টাকা। এছাড়াও আরো বেশকিছু ফ্যামিলি প্যাকেজ চালু আছে। নন্দন পার্কের প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে ঘুরে আসুন: nandanpark.com/pakages ।

পার্কে ঢুকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করেও পছন্দের রাইড উপভোগ করতে পারবেন। নন্দন পার্কের রাইডগুলোর টিকেটের মূল্য ২০ থেকে ৬০ টাকার মধ্যে সীমাবদ্ধ। এছাড়াও নন্দন পার্কে বছরের বিভিন্ন সময় টিকেটের উপর নির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা থাকে।

নন্দন পার্কের সময়সূচি
রবিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকে। আর শুক্র এবং শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কে প্রবেশ করা যায়।

যোগাযোগ
মোবাইল: +880 1755-646816

ওয়েবসাইট: www.nandanpark.com

(পার্কের ভিতরের কিছু ভিডিও তুলে ধরা হলো।)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই