মোঃ মুনসুর আলী
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে ডাকাতির সময় ৪ যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার দুপুরে ডাকাতিকালে রুমের ভেতর তাদের আটক করা হয়। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাদের ৪ জনকে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরা জেলার শালিয়া থানার শতখালি ইউনিয়নের কাওলি গ্রামের জরিপ হোসেন ও নাসরিন বেগমের ছেলে ইসমাইল প্রতীম(৩৭)
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া ইউনিয়নের চরকৃষ্নপুর গ্রামের রবিউল শেখ ও গোলাপি বেগমের ছেলে শরিফ শেখ, (২৫)রাজবাড়ী জেলার বালিয়া কান্দি থানার জামালপুর ইউনিয়নের আমজাদ আলী ও খোদেজা বেগমের ছেলে মতিউর রহমান(৩৪)
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কোদালিয়া পাড়া গ্রামের মেহের আলী ও ফতেজানের ছেলে কবির হোসেন (৩৫)।
কাশিমপুর থানার ওসি( তদন্ত) মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে কাশিমপুরের বেক্সিমকো এলাকায় এক বাসা থেকে ডাকাতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়।
ডাকাতির সময় বাড়ীর মালিকের স্ত্রী সুমি বিশ্বাসের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে 999 ফোন দেয়। পরে পুলিশ আসলে ভেতর থেকে বাহির হলে পুলিশ তাদের আটক করেন।
এসময় তাদের থেকে দুটি গুলি ভর্তি শটগান উদ্ধার করে।
মালিকের স্ত্রী সুমি বলেন, ৪ জন লোক রুমের ভেতরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধরে এবং আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। পরে আমি চিৎকার দিলে পাশের রুম থেকে লোকজন এগিয়ে এলে ডাকাতরা ভেতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
এসময় কোনাবাড়ী জোনের এসি আসাদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
Leave a Reply