অভিযোগ সময় প্রতিবেদকঃ
মাদারগঞ্জ শ্যামগঞ্জ কালিবাড়ি বাজার, ভাড়া বাসায় এসে প্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোনো পক্ষের কাছেই সুষ্ঠু বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ তার। বিচারের দাবিতে নুরুনাহার নামে ওই প্রবাসীর স্ত্রী মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।খোঁজ নিয়ে জানা শ্যামগঞ্জ কালিবাড়ি গ্রামের মাষ্টার বাড়ি পিতাঃ
মোজাম্মেলের ছেলে প্রাবাসী মজনু স্ত্রী নুরুনাহার ।
৮ এ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের জানান, গত ১০ জানুয়ারি বিকালে একই বাড়ির পিতাঃ বাচ্চু ছেলে, লিখন এবং তার মা পারভীন অতর্কিতভাবে নুুরুনাহার ভাড়া বাসায় এসে মারধর করে।
এক পর্যায়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং প্রাণে মারার হুমকি দেয়।এ ঘটনায় তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলাকারীরা ঘটনার সময় তার গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার হার নগদ ৬০ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায় এবং নুরুনাহারকে শ্লীলতাহানি করে এবং
নুরুনাহার জানায়, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয়ভাবে মিমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে কিন্তুু তার ওপর হামলা করার কোনো বিচার তিনি পাননি।
এই দিকে নুরুনাহার তার নিজের ওপর হামলা এবং শ্লীতাহানির বিচারের দাবিতে গত ৮ ফেব্রুয়ারি পুলিশ সুপার বরাবর, একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে ৭নং সিতুলী ইউনিয়নের চেয়ারম্যান ফাঁড়ির ইনচার্জ বাসার সাহেব কে বলে পারিবারিক ভাবে আমরা মিমাংসা করেছি। নুরনাহার অভিযোগ সময় কে বলে আমি এখনো কোনো সুষ্ঠু বিচার পাইনি।
প্রবাসী মনজু সৌদি আরব থেকে মুঠোফোনে এই প্রতিবেদকে জানান, তার অনুপস্থিতিতে সুদখোর লিখন বিভিন্ন সময় আমার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিচার দাবি করেন।
Leave a Reply