ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টায় আসিফ আকবর নামে এক তরুণ গণধোলাইয়ের শিকার হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই জনতার হাত থেকে ওই তরুণকে ছাড়িয়ে নিয়েছেন স্বজনরা।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এ পথ বেছে নেয় অপহরণের চেষ্টাকারী বখাটে ওই তরুণের আত্মীয়-স্বজনরা। এ ব্যাপারে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণী ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওতপেতে থাকা বখাটে আসিফ আকবর ওই তরুণীকে অপহরণচেষ্টা করে। ওই তরুণীর আত্মচিৎকারে স্থানীয়দের রোষানলে পড়ে ওই তরুণ। এ সময় যুবক গণপিটুনির শিকার হয়।
স্থানীয়রা জানান, একটি অজ্ঞাত প্রাইভেটকার দীর্ঘ সময় কালামপুরের পার্শ্ববর্তী একটি রোডে অবস্থান করছিল। প্রাইভেটকারের ভেতরে আসিফ আকবর নামে এক তরুণের নেতৃত্বে তার সহযোগী আরও চারজন ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তরুণীকে মুখ চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করে আসিফ আকবরসহ তার সাঙ্গপাঙ্গরা।
Leave a Reply