নিজস্ব প্রতিবেদকঃ
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, টঙ্গীর ভাদাম এলাকায় অবস্থিত ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামক পোশাক কারখানার কয়েকশ শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া পড়ে আছে। মালিক কর্তৃপক্ষ কয়েকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ না করায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম খাজাকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করেছিল, এখন সরানো হয়েছে।
Leave a Reply