1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন নিঃসন্তান ব‍্যাক্তির ভুয়া দুই মেয়ে ওয়ারিশ দেখিয়ে সার্টিফিকেট প্রদান করেছেন গোদাগাড়ী পৌর কাউন্সিলর ভূয়া ওয়ারিশদের সার্টিফিকেট দেখিয়ে ভূমি দুস্য কর্তৃক অন্যের জমি জবর দখল সারিয়াকান্দি থানা এলাকায় সস্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বন্ধ হবে কি? সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা বিজয় দিবসে সাভার-আরিচা মহাসড়কের ট্রাফিক নির্দেশনা। বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন দূর্গাপুরে দালালের পক্ষ নিয়ে সাংবাদিকের উপর ডাক্তারের হামলা সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত, হওয়ায় অত্র এলাকার মানুষ আতংকিত
শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন নিঃসন্তান ব‍্যাক্তির ভুয়া দুই মেয়ে ওয়ারিশ দেখিয়ে সার্টিফিকেট প্রদান করেছেন গোদাগাড়ী পৌর কাউন্সিলর ভূয়া ওয়ারিশদের সার্টিফিকেট দেখিয়ে ভূমি দুস্য কর্তৃক অন্যের জমি জবর দখল সারিয়াকান্দি থানা এলাকায় সস্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বন্ধ হবে কি? সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা বিজয় দিবসে সাভার-আরিচা মহাসড়কের ট্রাফিক নির্দেশনা। বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন দূর্গাপুরে দালালের পক্ষ নিয়ে সাংবাদিকের উপর ডাক্তারের হামলা সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত, হওয়ায় অত্র এলাকার মানুষ আতংকিত

তাজরীন ট্রাজেডি অগ্নিকাণ্ডের ১১ বছর অতিবাহিত হচ্ছে আজ,, সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক,ও তাদের পরিবার।

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ Time View

 

মোঃ মুনসুর আলী

 

 

সাভারের তাজরীন ট্রাজেডি অগ্নিকাণ্ডের ১১ বছর অতিবাহিত হচ্ছে আজ। ২০১২
সালের ২৪ নভেম্বর আশুলিয়ার
নিশ্চিন্তপুরে কারখানাটির ১১৭ জন
শ্রমিক আগুনে পুড়ে মারা যান।
আর আহত হন ২০০ শ্রমিক। সেই
দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে
পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক
ও তাদের পরিবার। এখন তারা
জীবনযাপন করছেন মানবেতর।
দেশের ইতিহাসে শতাধিক শ্রমিক
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ট্রাজেডি এটাই
প্রথম। ২৪ নভেম্বর এইদিনে মনে
করিয়ে দেয় নিহতদের পরিবারের
স্বজন হারানোর বেদনা। কেউ
হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে
কেউ বা আবার হারিয়েছেন
পরিবারের একমাত্র উপার্জনক্ষম
ব্যক্তিকে। এইদিন ডুকরে কেঁদে
ওঠে স্বজন হারানো মানুষগুলো।
উপার্জনক্ষম মানুষগুলোই এখন
তাদের পরিবারের বোঝা, কেউবা
কোনোমতে দোকান দিয়ে চালিয়ে
যাচ্ছে তাদের জীবন যুদ্ধ। কেউবা
চিকিৎসা করাতেই নামমাত্র
ক্ষতিপুরণসহ শেষ করেছেন তাদের
সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। তারা আজ ১১
বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের আশায় আর প্রহর গুনছেন
পুর্বাসনের ভম্বর এইদিনে মনে করিয়ে দেয় নিহতদের পরিবারের
স্বজন হারানোর বেদনা। কেউ হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে কেউ বা
আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। এইদিন ডুকরে
কেঁদে ওঠে স্বজন হারানো মানুষগুলো। উপার্জনক্ষম মানুষগুলোই এস
তাদের পরিবারের বোঝা, কেউবা কোনোমতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে
তাদের জীবন যুদ্ধ। কেউবা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণসহ শেষ
করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন
থেকেও। তারা আজ ১১ বছর ধরে অপেক্ষায় আছেন
আর প্রহর গুনছেন পুনর্বাসনের। আহত শ্রমিকরা সরকারসহ বিভিন্ন সংস্থ
থেকে সাময়িক কিছু সহায়তা পেলেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি।
বহু পরিবার তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে ঘোর বিপদে
পড়েছে।
তাজরীনে অগ্নিকাণ্ডের ১১ বছরে নিহত শ্রমিকদের স্বজন, আহত
ব্যক্তি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কারখানার ফটকের
আগামী ২৪শে নভেম্বর সারাদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।তাজরীন
ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১১ বছর পার হতে যাচ্ছে। এখনো নিহত শ্রমিকদের
পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। উপযুক্ত
ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর
জীবন যাপন করছেন।রেবা খাতুন ২০১২ সালে তাজরীন ফ্যাশনের তিন-
তলায় সুইং অপেরটর হিসেবে কাজ করতেন। তিনিও সেদিন আগুন লাগার
কিছুক্ষণ পর তিন তলা থেকে লাফ দেন। সেই লাফ দিয়ে নিচে নামায় তার
কোমরে হাড় ও পায়ে ব্যথা পান। সেই ব্যাথা নিয়ে দীর্ঘ ১১ বছর ধরে
নেতাসহ পোশাক সংশ্লিষ্ট সকল দফতরে ক্ষতিপূরণ ও মালিকের বিচারের
দাবি করে আসচ্ছেন। কিন্তু কোনো দাবিও এখনো তাদের পূর্ণ হয়নি। তিনি
বলেন, এই ১১টা বছর কতো না জায়গায় গিয়েছি। শুধু বিদেশি কিছু সহায়তা
ছাড়া আর কিছুই পায়নি। শেষমেশ এখন যদি কোথায় আমাদের দাবি
জানাতে যাই তাহলে নানা মহল থেকে চাপ আসে। এ যাবৎ লাখ খানেক টাকা
সহায়তা পেয়েছি তবে সেটা ক্ষতিপূরণ না। আমার মালিকের বিচার চাই
আমাদের ক্ষতিপূরণ চাই। আহত ও নিহত শ্রমিকদের স্বজনের নেতৃত্ব দেন
শিল্পী রানী। তিনিও তাজরীন গার্মেন্টসের আগুনে পুড়ে যাওয়া ভুক্তভোগী
একজন শ্রমিক। তিনি বলেন, আমরা কার কাছে কি বলবো। মিডিয়ার সঙ্গে
কথা বলতে পারি না। কথা বলতে গেলে পরে খুঁজে বের করে নানান চাপ দেয়।
অনেক বলেছি কিন্তু কোনো প্রতিকার পাইনি। আজ এতোগুলো
শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। আমাদের খোঁজ কে রাখে। আমাদের
কোনো দাবি এখনো পূর্ণ হয়নি। সরকার তো পারে আমাদের তাজরীনের
ভবনটি আমাদের জন্য কাজে লাগানোর কিছু শ্রমিক হলেও তো সেখানে
থাকতে পারবো। এব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক
মো. সারোয়ার হোসেন অভিযোগ সময় কে বলেন, তাজরীন ট্রাজেডির আজ ১১ বছর অতিবাহিত
হলেও এখন পর্যন্ত তাজরীনের ভবন দানবের মতো দাড়িয়ে রয়েছে। এই
অগ্নিকাণ্ডে যে সকল শ্রমিক নিহত ও আহত হয়েছিলো সেকল শ্রমিক এবং
তাদের পরিবার কে এই ভবনে নতুন কোনো কারখানা অথবা হাসপাতাল
বানিয়ে তাদের কে পুনর্বাসন করে কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি
জানাচ্ছি। এবিষয়ে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের
সভাপতি তুহিন চৌধুরী বলেন, তাজরীনে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ
গেটে তালা লাগিয়ে ঐকারখানার মালিক দেলোয়ার হোসেনের
সুপরি কল্পিত ভাবে আগুন ধরিয়ে দিয়ে ১১৭ জন শ্রমিককে হত্যা করেছে
আহত হয়েছে শতশত শ্রমিক। এ ঘটনার ১১ বছর পার হলেও দোষীদের
শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিকপক্ষের
অবহেলায় পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অতিবিলম্বে
তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি
জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই