মুনসুর (ঢাকা)
বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে ১২ টি সংগঠনের হাতে উঠলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২ টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়। এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী ১২ সংগঠনগুলো হল:
১. সোশ্যাল ইনক্লুশন বা সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে ‘উইমেনস ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি’ ও ‘স্বপ্ন: এক চিলতি হাসির জন্য’ নামের দুইটি সংগঠন।
২. দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে ‘ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন’ ও ‘এফএপিএ বাংলাদেশ’ নামের ২ টি সংগঠন।।
৩. উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে ‘ক্লিয়ার কনসেপ্ট’ ও ‘টিম অ্যাটলাস’।
৪. সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে ‘নুপম ফাউন্ডেশন’ ও ‘আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন’ (এপিওয়াইও)।
৫. জলবায়ু ও পরিবেশ সুরক্ষা ও সচেতনতা সৃষ্টি ক্যাটাগরিতে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবিডি) ও ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’।
৬. শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে ‘অভিনন্দন ফাউন্ডেশন’ ও ‘টঙ্গের গান’।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরষ্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
Leave a Reply