রাজশাহী অফিসঃ
রাজশাহী র্যাব ৫, এর হাতে ৯০ লাখ টাকার চেক জালিয়াতি চক্রের মূলহোতা এবং ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ১
তথ্যর বিবারণে জানা যায় যে,র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে।
এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা গত১১ অক্টোবর
২২৪০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগির পাড়া এলাকা হতে সেশন-১১১৮/১৮, তারিখ-০৭/১২/২০২১ প্রসেস নং-২২/২১ এবং সেশন-১০৩৭/১৮, তারিখ-০৭/১২/২০২১ ও চারঘাট থানার রিসিভ নং-৪২/২৩, ৪৩/২৩ মূলে চেক জালিয়াতির মামলায় ১বছর করে ২ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভক্ত পলাতক আসামী, মোঃ মোঃ আব্দুস ছালাম মন্ডল(কয়লা ছালাম), পিতা মোঃ এরফান আলী, সাং-ফকিরপাড়া, ডাকঘর-নন্দনগাছী,থানা দূর্গাপুর, জেলা রাজশাহীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাঘা থানায়
হস্তানান্তর করা হয়েছে।
Leave a Reply