1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব নোমান আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক গাজীপুরে অপহৃত পাঁচ শিশু-কিশোরি চট্রগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার -৫ ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র – মোদির বৈঠক শুক্রবার গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন, উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি: জামায়াতে আমীর প্রযুক্তির যুগে মোবাইল ব্যবহারের সুফল ও কুফল বিগত সরকার প্রতিষ্ঠা করে গেছে,গোপন বন্দিশালা, পরিদর্শন করেন (প্রধান উপদেষ্টা) সহ অন্যান্য উপদেষ্টারা। পশ্চিম থানা বিএনপির আয়োজনে ‘রাষ্ট্র মেরামত ৩১ দফা’ নিয়ে একটি কর্মশালা আয়োজন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
শিরোনাম:
সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব নোমান আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক গাজীপুরে অপহৃত পাঁচ শিশু-কিশোরি চট্রগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার -৫ ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র – মোদির বৈঠক শুক্রবার গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন, উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি: জামায়াতে আমীর প্রযুক্তির যুগে মোবাইল ব্যবহারের সুফল ও কুফল বিগত সরকার প্রতিষ্ঠা করে গেছে,গোপন বন্দিশালা, পরিদর্শন করেন (প্রধান উপদেষ্টা) সহ অন্যান্য উপদেষ্টারা। পশ্চিম থানা বিএনপির আয়োজনে ‘রাষ্ট্র মেরামত ৩১ দফা’ নিয়ে একটি কর্মশালা আয়োজন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার কৃষকরা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৩০ Time View

 

রাজশাহী অফিসঃ

চলছে আশ্বিন মাস। শেষ হতে এখনো কয়েক দিন বাকি কিন্ত দুয়ারে কড়া নড়াচ্ছে কার্তিক এরমধ্যে সবুজে সবুজে ভরে উঠছে পুরো বরেন্দ্র অঞ্চলের মাঠ।

সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সবুজ স্বপ্নের ছড়াছড়ি। এমন সময় আমনের শেষ মুহুর্তে ক্ষেতে ক্ষেতে ইঁদুরের রাজত্ব শুরু করেছে। কাচা ধান কেটে সাবাড় করে ফেলছে ঈঁদুরের দল। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে কৃষকেরা।

ইঁদুরের ক্ষত থেকে আমন ধান বাচাঁতে স্থানীয় কৃষি কর্মকর্তা কাছে কৃষকেরা ছুটেও গিয়েও ইঁদুর মারতে কোন নতুন প্রযুক্তির ব্যবহার করবেন সে বিষয়েও কোন ধারণা দিতে পারছেনা কৃষি কর্মকর্তারা। এতে অসহ্য়া হয়ে পড়েছেন কৃষকেরা।

বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা জানান, আমনের যে কোন ব্যাধি থাকলে কীটনাশক প্রয়োগ করে কিছুটা কমে। কিন্ত ইঁদুরের অত্যাচারে ক্ষেতে বিষ মাখা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতব চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোন প্রতিকার মিলছেনা। ক্ষেত থেকে ইঁদুর দুর করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা।

তাই সরকারকে ঈদুর দমনে নতুন প্রদ্ধতি আবিস্কার করতে হবে। যেন সকল কৃষক ঈঁদুর থেকে রক্ষা পাই। না হলে ক্ষেতের অর্ধেক ফসল ঈঁদুরের পেটে চলে যাবে। লোকসানে পড়বে প্রান্তিক কৃষকেরা।

রাজশাহী জেলা উপজেলা ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, ইঁদুর অতি চালাক প্রাণি। শুধু বিষ টোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য মতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এর মধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন এবং ধোঁনছা গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।

গবেষণা : ইঁদুরের দ্বারা দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। ২০১৪-১৫ সালে ইঁদুর দ্বারা মোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার শুধু ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা কৃষি বিশেষজ্ঞ ড.রফিকুল ইসলাম সম্প্রতি সময়ে এ তথ্য জানিয়েছিলেন।

আন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউটের ২০১৩ সালের এক গবেষণার উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে ইঁদুর ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। তাই ইঁদুর প্রতিহত করতে সরকারসহ কৃষকদের সচেতন হবে।

যদিও গবেষণাটি সাত বছর আগের। বর্তমানে ২০২২ সালে ইঁদুরের দ্বারা ক্ষতির পরিমাণটি নির্ধারণ করলে আরো দ্বিগুণ হবে বলে সংশিষ্টরা মনে করছেন।
বরেন্দ্রের উচু নিচু পটভূমি হিসাবে পরিচিত রাজশাহী গোদাগাড়ী ও তানোর উপজেলা। এ দুই উপজেলায় বন্যার ও অতিরিক্ত বৃষ্টির পানিতেও জলাবদ্ধতা হয়না। তাই ধানসহ যে কোন ফসলের উপযোগি। এবছর দুই উপজেলায় প্রায় ৯৫ ভাগ জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। আর প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কৃষকের জমিতে কিছু না কিছু কাঁচা ধান কেটেছে ইঁদুর।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা দেওপাড়া ইউনিয়ন ধিন বেলপুকুর গ্রামের ছইমুদ্দিনের ছেলে কৃষক শাহিন আলম বলেন চলতি বছর অন্যের পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে আমন চাষাবাদ করেছেন। এ বছর বাজারে ধানের দাম দেখে মনে অনেক স্বপ্ন ছিল। হয়তো এবার লাভের পাল্লা ভারী হবে। কিন্ত তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে ইঁদুরের দল। তার ৫ বিঘা আমন ক্ষেতের প্রায় ১৫ শতক কাচা ধান কেটে সাবাড় করে দিয়েছে ইঁদুর।

কৃষক রয়েল জানান,ইঁদুর তাড়াতে ক্ষেতের মাঝ খানে টিনের ঢোল ব্যবহার করেছি। সারারাত ঢোল বাজানো হয়। তবুও ইদুরের কাছ থেকে কাচা ধান রক্ষা করা যায়নি। যে পরিমান ধান কেটেছে ইঁদুর এতে করে তার ১৫ মণ ধান কম হবে বলে জানান তিনি। গোদাগাড়ী উপজেলার চাদন্দালায় গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক নুহু জানান,অন্য যে কোন বছরের চেয়ে চলতি বছর ইঁদুরের অত্যার বেশি। এ বছর তার ২৫ শতকের বেশি আমন ক্ষেতের কাচা ধান কেটে ফেলেছে ঈদুর।

রাতে ক্ষেতের পাশে পুরনো টায়ার পুড়ানো, পটকা ফোঁটানো, বিষ টোপ ব্যবহার করা করেও ইঁদুর দমন করা যাচ্ছেনা। ধান ঘরে তুলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ইঁদুরের এমন সমস্যা শুধু দুই/ চারজন কৃষকের একাই নয়, রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে চলতি আমন মৌসুমে অন্যসব বছরের চেয়ে এবার ইঁদুরের আক্রমণে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যা হাজার হাজার কৃষকের কাঁচা-আধাপাকা ধান কেটে সাবাড় করে ফেলছে। কৃষি কর্মকর্তারাও ইঁদুরের মারাার বিষয়ে নতুন কোন পদ্ধতি আবিস্কার করতে পারছেনা।

এসব বিষয়ে রাজশাহীর তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন,বরেন্দ্র অঞ্চলে অনেক স্থানে ঝোপ-জঙ্গলের কারনে ইঁদুরের অত্যাচার বেশি। ইঁদুর অতি চালাক একটি প্রাণি। আমরা কৃষকদের নানা ভাবে ইদুর নিধনের পরামর্শ দিচ্ছি।

এছাড়া ও ইদুর নিধন কার্যকর্ম কিছু দিনের মধ্যে শুরু করা হবে। ক্ষেতের চার পাশে ঝোপ ঝাড় পরিস্কার রাখার পরামশ দেন কৃষদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই