হোসাইন মোহাম্মদ (এরশাদ আলী)
গত ৮ অক্টোবর ‘ সন্ধ্যা আনুমানিক ৭ টায় নান্দেশ্বরি থেকে খোকন দাস (২৬) নামের এক মাদক ব্যাবসায়িকে দুই গ্রাম বিশ পুরিয়া ইয়াবাসহ গ্রেফতার করেছে কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির এস আই নিউনটন মির্জা ।
সে ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের অজিত চন্দ্র দাস এর ছেলে। কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিত এর দিকনির্দেশনায় এসআই নিউনটন মির্জা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ অভিযোগ সময় কে বলেন, মাদক সেবন ও বিক্রি করা দুটো অপরাধ, তিনি আরও বলে মাদক সহ যত ধরনের অপরাধী আছে কাউকে ছাড় দেওয়া হবে না। এই মামলা রুজি প্রকিয়াধীন রয়েছে।
Leave a Reply