রাজশাহী অফিসঃ
৭ অক্টোবর শনিবার ১৬.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাঁসমারী খোঁজাপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯৮৮ পিচ, মোবাইল ১টি, সীম ২টি, মেমোরিকার্ড ১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ হাফিজ (২১), পিতা-মোঃ আহসান সাং-চরখিদিরপুর মিডিলচর, থানা কাটাখালী, রাজশাহী মহানগর’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ২৯ নং ওয়ার্ডের ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড় সাজদার বাড়ীর সামনে বটতলার নীচে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
বিষয়টি জানামাত্রই উক্ত ঘটনাস্থল ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড় সাজদার বাড়ীর সামনে বটতলার নীচে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।
উক্ত আসামীদ্বয়ে বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply