অভিযোগ সময় প্রতিবেদকঃ
মাদারীপুরে এক কিশোরীকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে রাতুল নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। রাতুল শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় এলাকার মাতব্বরের কাছে বিচার চাইলে ওই কিশোরীর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।
জানা যায়, ২৮ আগস্ট ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে এ ঘটনা জানাজানি হলে ৩১ আগস্ট রাতে ওই কিশোরীকে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন।
এরপর এলাকার মাতব্বরদের বিষয়টি জানালে ওই কিশোরীর পরিবারকে দফায় দফায় হুমকি দেয় রাতুল। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ওই কিশোরীর পরিবারকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply