অভিযোগ সময় প্রতিবেদকঃ
কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হলো। নিহতের নাম ওসমান গণি (২০)।
এর আগে শনিবার সকালে আয়ুব আলী (৫৫) নামে এক জেলেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মারা যান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ওসমান গনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আটজন দগ্ধ চিকিৎসাধীন। সবার শরীর ৬০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে।
শুক্রবার কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply