মুনছুর আলীঃ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এটি এমন একটি যোগাযোগ ব্যবস্থা, যা ফ্লাইওভারের আদলে তৈরি; কিন্তু ফ্লাইওভারের চেয়ে দীর্ঘ। অর্থাৎ উড়াল সেতু ব্যবহার করে একটানা বহুদূর যাওয়ার অভিনব এক ব্যবস্থা, যা যানজট নিরসনে উপকারে আসবে। সে সঙ্গে যাতায়াত ব্যবস্থা হবে আরও দ্রুততর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এ প্রকল্পটি। আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ উদ্বোধন করা হবে যেটি কিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে শেষ হয়েছে ফার্মগেট-তেজগাঁও এলাকা পর্যন্ত। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প।
Leave a Reply