Uncategorized,
অর্থনীতি,
আইটি বিশ্ব,
আজকের রাশিফল,
আন্তর্জাতিক,
আমাদের পরিবার,
ইসলামী জীবন,
উদ্ভাবন,
খুলনা,
খেলাধুলা,
চট্টগ্রাম,
চাকরি-বাকরি,
চিত্র বিচিত্র,
জাতীয়,
জোকস,
টেলিকম,
তথ্যকণিকা,
ধর্ম,
নাগরিক সংবাদ,
পাঁচমিশালি,
পাত্র/পাত্রী,
বরিশাল,
বাণী,
বাতায়ন,
বাংলাদেশ,
বিজ্ঞান,
বিনোদন,
ময়মনসিংহ,
রংপুর,
রাজধানী,
রাজনীতি,
রাজশাহী,
শিক্ষা,
সম্পাদকীয়,
সাক্ষাৎকার,
সামাজিক মাধ্যম,
সারাদেশ,
সাহিত্য ও শিক্ষা,
সিলেট,
স্বাস্থ্য
কাশিমপুর কারাগারে নায়িকা পরীমনি
-
Update Time :
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
-
৭৯৯
Time View
রাজধানী ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।
দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। আজ আদেশের পর পরীমনিকে কাশিমপুর কারাগারের নারী সেলে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বাসার পঞ্চম তলায় অভিযান চালিয়ে পরীমনির বাসা থেকে র্যাবের নারী সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়। বাসার একটি কক্ষের একটি কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।
মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। একই মামলায় আবার র্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তবে পরীমনি ও আশরাফুল ইসলামের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, র্যাব বাসায় মাদক পাওয়ার অভিযোগে যে মামলা করেছে, তা সঠিক নয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply